Pages

Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, October 29, 2011

This Is My Bangla Poem"Niotir Khela".

About Me:
I am Md.Borhan Uddin Shital.I was Born 1st January,1984.I live in Chittagong.I am very simple person.



নিয়তীর খেলা
                    মোঃ বোরহান উদ্দিন শীতল

“ চোখের দেখা ভুল হয়
সন্দেহের  চোখে,
শোনা কথা ও মিথ্যা হয়
যাচাই করিলে।
সোজা পথ বাঁকা হয়
অচেনা হলে,
হাঁসি মুখে ও অশ্রূ ঝরে
রহস্যের ছলে।
সত্য কথা যায়না বলা
শঙ্কিত মনে,
মিথ্যা তারে তাড়িয়ে বেড়ায়
প্রতি ক্ষণে ক্ষণে।
শম্পাবেগে ছুটে চলে
অত্যাচারীর বূলী,
দেখেশুনে ও ভুল করে
চিত্রশিল্পীর তূলী।
মৃত্যূর পথযাত্রী হয়ে
সামনে চলিলে,
মানেনা সে কোন বাঁধন
রক্ত ঝরিলে।
ব্যাথা পায়না ব্যথীত মন
বাধ্য করিলে,
পরিনাম সে ভাবেনা আর
কলম ধরিলে।”

                                                07-03-2009
                                           শনিবার।             

0 comments:

Post a Comment

 
© 2010 Mbeldok | Blogger.com